Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

  প্রতিশ্রুতিশীল, মেধাবী, সাহসীও সৃজনশীল  জনসংখ্যার এ বিরাট অংশকে  উৎপাদনমূখী ও দক্ষ করে গড়ে তুলে উন্নয়নের মূলধারায় সক্রিয় অংশগ্রহণ বাড়াতে যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস কাজ করে চলেছে।  দেশ গঠনে যুব সমাজের দ্বায়িত্ব বোধ জাগ্রতকরা, গঠনমূলক মানসিকতা সৃষ্টি ও সুশৃংখলকর্মী বাহিনী  হিসেবে দেশের আর্থ-সামাজিক  উন্নয়ন কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ বাড়াতে  যুব উন্নয়ন অধিদপ্তর শুরু থেকেই বিভিন্ন বাস্তবমূখী কর্মসূচি গ্রহণ বাস্তবায়ন করে আসছে।
১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় সৃষ্টি হয়।পরবর্তীতে যুব ওক্ রীড়ামন্ত্রণালয় নামকরণ করা হয়। ১৯৮১ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের  কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর সৃষ্টি করা  হয়। সে ধারাবাহিকতায় তখনি ভোলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় স্থাপন করা হয়। বর্তমানে ভোলা শহরের কালীনাথ রায়ের বাজারে অফিসটির অবস্থান।

ছবি