Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা  :

 

০১। যুব ক্লাবের মাধ্যমে আউটরিচ ইয়ুথ ওর্য়াক জোরদারকরন প্রকল্প : যুবদের দক্ষতা বৃদ্ধি ও বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক

      জীবন- যপিনে উদ্বুদ্ধ করে সন্ত্রাসী কমর্কান্ড থেকে বিরত রাখাই এ প্রকল্পের উদ্দেশ্য ।

 

০২। ইনকালকেটিং দি স্পিরিট অব ডেমোক্রোসি একাউন্টএবিলিটি এন্ড ট্রাসপারেন্সি এমাং দি ইয়ুথ অব বাংলাদেশ : বাংলাদেশের যুব সমাজকে  

     গনতন্ত্র,জবাবদিহিতা ও স্বচ্ছতার বিষয়ে উদ্বুদ্ধ ও অভ্যন্ত করা এ প্রকল্পের উদ্দেশ্য ।

 

০৩। ক্যাসাসিটি বিল্ডিং অব স্মল ইথনিক’ ইয়ুথস থ্রু সাসটেইনএবল লাইভলিহুডক্ষুদ্র-নৃ-গোষ্ঠির যুবদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের

       মাধ্যমে টেকসই জঅবিকার ব্যবস্থা করা এ প্রকল্পের উদ্দেশ্য ।

 

০৪। যুব কার্যক্রম বিষয়ক গবেষনা তথ্য প্রচার প্রকল্প : যুব কার্যক্রমের সাফল্য গবেষনার মাধ্যমে প্রকাশ করা এবং যুব বিষয়ক তথ্য বেকার

      যুবসহ দেশের সকল পর্যায়ের মানুষের নিকট প্রচারের ব্যবস্থা করা এ প্রকল্পের উদ্দেশ্য ।

 

০৫। সিভিল কনস্ট্রাকশন ট্রেডে প্রশিক্ষণ প্রকল্প : বেকার যুবদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রড বাইন্ডার ,টাইলস ফিক্সার,

      শাটারিং প্লাম্বিং এন্ড পাইপ ফিটিংস এবং ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন বিষয় অন্তভুর্ক্ত করে সিভিল কনট্রাকশন ট্রেডে প্রশিক্ষণ কোর্সের   

      আয়োজন করা এ প্রকল্পের উদ্দেশ্য ।

 

০৬। যুব উন্নয়ন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় স্থাপন প্রকল্প : যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় কার্যালয় স্থাপন ও নির্মাণ এ প্রকল্পের উদ্দেশ্য ।

      প্রতিটি বিভাগীয় শহরে একটি বহুতল বিভাগীয় কার্যালয় স্থাপন  ও নির্মাণ করা হবে ।

 

০৭। আঞ্চলিক যুব কেন্দ্র স্থাপন প্রকল্প : এ প্রকল্পের আওতায় ৭টি বিভাগে একটি করে আঞ্চলিক যুব কেন্দ্র স্থাপন করা হবে । ফলে মাঠ পর্যায়ে যুব

      কার্যক্রম বাস্তবায়নে গতি সঞ্চার হবে ।

 

০৮। বিউটিফিকেশন,হেয়ার কাটিং হাউজকিপিং বিষয়ে প্রশিক্ষণ প্রকল্প : বেকার যুবক এ যুবমহিলাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের

     সুযোগ সৃষ্টি এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এ প্রকল্পের উদ্দেশ্য ।

 

০৯। ট্যুরিষ্ট গাইড.ট্যুর ম্যানেজমেন্ট এবং ইংরেজী ভাষা শিক্ষা প্রশিক্ষণ প্রকল্প : বেকার যুবক এ যুবমহিলাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের

      সুযোগ সৃষ্টি এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এ প্রকল্পের উদ্দেশ্য

 

১০। অবশিষ্ট ৫৮টি জেলায় ব্লক বাটিক প্রিন্টিং প্রশিক্ষণ সম্প্রসারন এবং পোশাক তৈরী প্রশিক্ষণ জোরদারকরন প্রকল্প : চলমান পোষাক তৈরী

      প্রশিক্ষণ জোরদার করা এবং দেশের অবশিষ্ট ৫৮টি জেলায় ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষণ কোর্স সম্প্রসারন এ প্রকল্পের উদ্দেশ্য ।

 

১১।  জেন্ডার ,এইচআইভি,এইডস , প্রজনন স্বাস্থ্য এবং জীবন দক্ষতা বিষয়ক প্রকল্প : জেন্ডার ,এইচআইভি,এইডস , প্রজনন স্বাস্থ্য এবং জীবন

      দক্ষতা বিষয়ে  যুবক এ যুবমহিলাদের সচেতনতা বৃদ্ধি করা এ প্রকল্পের উদ্দেশ্য ।