যুব উন্নয়ন অধিদপ্তর যে সব সেবা যেভাবে প্রদান করে তার বিস্তারিত বিবরণ নিম্নে প্রদত্ত হলোঃ
১।প্রশিক্ষণ সংক্রান্ত সেবাসমূহ
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত দুই ধরণের প্রশিক্ষন সেবা দিয়ে থাকে।
ক) প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষন।
খ) অপ্রাতিষানিক ট্রেডে প্রশিক্ষন।
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেড সমুহঃ
ট্রেডের নামঃ
১।গবাদিপশু, হাঁস-মুরগী পালন উহাদের রাথমিক চিগিৎসা, মৎস চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স।
মেয়াদঃ ২মাস ১৫দিন।
প্রশিক্ষণ শুরুর সময়ঃ জুলাই, অক্টোবর, জানুয়ারী ও এপ্রিল মাসের ১৫ তারিখ।
আসন সংখ্যা-৬০জন ( আবাসিক)।
শিক্ষাগত যোগ্যতা– ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি-১০০ টাকা।
প্রতি মাসে প্রশিক্ষণার্থীদের ১২০০ টাকা ভাতা প্রদান করা হয়।
২। পোষাক তৈরী( মহিলাদের জন্য।
§ মেয়াদ– ৪মাস
§ প্রশিক্ষণ শুরুর সময়- জুলাই ও জানুয়ারী মাসের ১ তারিখ।
§ আসনসংখ্যা- ৪০জন।( অনাবাসিক)।
§ শিক্ষাগত যোগ্যতা– ৮ মশ্রেণী পাস।
§ কোর্স ফি– ৫০টাকা।
৪। মৎস চাষ।
§ মেয়াদ-১মাস।
§ প্রশিক্ষণ শুরুর সময়– প্রতি মাসের ১ তারিখ।
§ আসনসংখ্যা– ২০জন।
§ শিক্ষাগত যোগ্যতা– ৮মশ্রেণী পাস।
§ কোর্স ফি– ১০০ টাকা।
৫।কম্পিউটার।
§ মেয়াদ-৬মাস।
§ প্রশিক্ষণ শুরুর সময়– জানুয়ারী ও জুলাই মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা– ৪০জন।
§ শিক্ষাগত যোগ্যতা– এইস,এস,সি শ্রেণীপাস।
§ কোর্স ফি– ১০০০ টাকা।
৬। রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং।
§ মেয়াদ-৬মাস।
§ প্রশিক্ষণ শুরুর সময়– প্রতি জানুয়ারী– জুলাই মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা– ৩০ জন।
§ শিক্ষাগত যোগ্যতা– ৮ম শ্রেণী পাস।
§ কোর্সফি– ৩০০টাকা।
৭। ইলেক্ট্রনিক্স ।
§ মেয়াদ-৬মাস।
§ প্রশিক্ষণ শুরুর সময়– প্রতি জানুয়ারী– জুলাই মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা– ৩০ জন।
§ শিক্ষাগত যোগ্যতা– ৮মশ্রেণীপাস।
§ কোর্স ফি– ৩০০টাকা।
৮। ইলেক্ট্রিক্যাল এন্ড হাউসওয়ারিং।
§ মেয়াদ-৬মাস।
§ প্রশিক্ষণ শুরুর সময়– প্রতি জানুয়ারী– জুলাই মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা– ৩০ জন।
§ শিক্ষাগত যোগ্যতা– ৮ম শ্রেণী পাস।
§ কোর্সফি– ৩০০টাকা।
প্রশিক্ষণসমুহ গ্রহণে আগ্রহী ভোলা জেলার বেকার যুব/যুবমহিলাগন যোগাযোগ করবেন।
উপ-পরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তর
কালীনাথ রায়ের বাজার ভোলা
টেলিফোন; ০৪৯১৬১১৯৭; ৬২৬৩৮।Email- aquader.68@gmail.com
অথবা
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,ভোলা জেলার সকল উপজেলা।
অপ্রাতিষ্ঠানিক( ভ্রাম্যমান) ট্রেড সমূহঃ
সাধারণত উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক বা ভ্রাম্যমান প্রশিক্ষণ দেয়া হয়। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বা যুব সংগঠন/ ক্লাবে এপ্রশিক্ষণের ভেন্যুহেসেবেব্যাবহারকরাহয়। যেহেতু প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রশিক্ষন প্রদান করা হয় সেহেতু বেকার যুব দের এ প্রশিক্ষণ গ্রহন খরচ ও সময় কম হয়। অপ্রাতিষানিক প্রশিক্ষণ গ্রহনে বেকার যুব দের কোন প্রকার প্রশিক্ষণ ফি প্রদান করতে হয় না। যে সমস্ত ট্রেডে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয় তা নিম্নরূপঃ
§ পারিবারিক হাঁসমুরগি পালন
§ গরু মোটা-তাজা করন।
§ গাভি পালন।
§ বসত বাড়ীতে সব্জী চাষ।
§ নার্সারিবনায়ন।
§ ছাগল পালন।
§ মৎস চাষ।
§ পোষাক তৈরি।
§ এবং স্থানীয় চাহিদার ভিত্তিতেট্রড নির্ধারন করে প্রশিক্ষণ দেয়া হয়। যোগাযোগের ঠিকানাঃ
§ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা, ভোলা।
ঋনকর্মসূচি
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত দুই ধরণের ঋণ দিয়ে থাকে।
১) ব্যক্তি ঋণ।
২) গ্রুপ ঋণ
ব্যক্তি ঋন/যুব ঋনঃ- শুধু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষন গ্রহনের পর লাভজনক প্রকল্প গ্রহণকারীকে এ ঋণ প্রদান করা হয়। বযক্তি শ্রেণী ঋন আবার দুই প্রকার।
1) প্রাতিষ্ঠানিকঃ প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ কারীর অনুকূলে যে ঋণ প্রদান করা হয় এবং যার পরিমান সর্বোচ্চ ৫০০০০/ হাজার টাকা।
2) অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষন গ্রহণকারি যুবদের প্রকল্পের কলেবর বৃদ্ধির জন্য সর্বোচ্চ ২৫০০০/ পঁচিশ হাজার টাকা পর্যন্ত এ শ্রেণীর আওতায় ঋণ প্রদান করা হয়।
সফল ভাবে ঋন পরিশোধ কারীকে ৩বার ঋন প্রদান করা হয়। ঋণের সার্ভিস চার্জের পরিমাণ ১০% যা ক্রমহ্রাস মান হারে ৫% এ নির্ধারিত হয়।
যোগা যোগের ঠিকানাঃ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা, ভোলা।
গ্রুপঋন
পরিবারে সদস্যদের নিয়েগ্রুপ গঠন করে এ প্রকারের ঋন দেয়া হয়। এ ঋণ পরিবার ভিত্তিক প্রদান করা হয়। পারিবারিক ঐতিহ্য রক্ষা ও মুল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে পারিবারিক সম্প্রিতি, শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার মাধ্যমে পরিবারকে উন্নয়নের একক হিসেবে প্রাধান্যদিয়ে স্বকর্ম সংস্থান সৃষ্টিই এ প্রকার ঋণকর্মসূচির মুল লক্ষ্য।
কর্মসূচির আওতায় ৫ জন সদস্য নিয়ে ১টি গ্রুপ এবং ৮-১০ টি গ্রুপনিয়ে ১টি কেন্দ্র গঠন করা হয়। প্রতি সদস্য ১ম দফায় ৮০০০/ টাকা করে ঋন পায় ৩সপ্তাহ গ্রেস পিরিয়ড বাদে ৫০সপ্তাহে এ ঋণ পরিশোধ করতে হয়। পরিশোধের পর ধারাবাহিক ভাবে ৫ম দফা পর্যন্ত ঋন দেয়া হয়। প্রতি দফায় ঋণের পরিমান ২০০০০/ টাকা করতে বৃদ্ধি পায় অর্থাৎ ৫ম দফায় একজন ঋন গ্রহিতা ১৬০০০/ টাকা ঋন পায়। যদি ১টি পরিবারের ৫জন সদস্য থাকে তবে সে পরিবার ৫ম দফায় ৮০০০০/ টাকা ঋন পায়। সার্ভিস চার্জ ৫% ।
৫ম দফা পরিশোধের পর ১টি গ্রুপের ১জন সদস্যকে এন্টারপ্রাইজ ঋণ প্রদান করা হয়। যার পরিমান ৩০০০০/ টাকা-৫০০০০/ টাকা পর্যন্ত হয়ে থাকে।
যোগাযোগের ঠিকানাঃ লালমোহন, চরফ্যাশন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
যুব সংগঠন তালিকাভূক্তি করণঃ
বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠন সমূহকে বিভিন্ন অর্মসূচির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্ত করণের দ্বায়িত্ব যুব উন্নয়ন অধিদপ্তর পালন করে থাকে।যুব উন্নয়ন অধিদপ্তরের উন্নয়ন সহযোগী হিসেবে যুব সংগঠন তালিকা ভূক্তি করে।
যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর, ভোলা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
সংশ্লিষ্ট উপজেলা।
যুব সংগঠনকে অনুদানপ্রদানঃ
যুব সংগঠন সমূহকে দেশ গঠনমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রদানের নিমিত্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যুব কল্যাণ তহাবিল হতে প্রতি বছর অনুদান প্রদান করা হয়। তাছাড়া কর্মসূচি সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য সংগঠন সমূহকে অনুন্নয়ন খাত থেকে ও অনুদান দেয়া হয়
যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর, ভোলা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
সংশ্লিষ্ট উপজেলা।
সার্ক ইয়ূথ এ ওয়ার্ড– দক্ষিণ এশীয় অঞ্চলে যুবদের সৃজনশীল ও অনুকরণীয় যুব কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ ১৯৯৭ সাল থেকে” সার্ক ইয়ূথ এ ওয়ার্ড” স্কীম চালু করা হয়। বাংলাদেশে এ ওয়ার্ড প্রদান করা হয়।
যোগা যোগেরঠিকানা- পরিচালকে( বাস্তবায়ন) প্রধান কার্যালয়, ঢাকা।
উপ-পরিচালক( জেলা কার্যালয়)।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
কমুন ওয়েলথ ইয়ূথ এ ওয়ার্ড প্রাদান-
যুব উন্নয়ন কর্মকান্ডে অবদান । সংগঠনের মাধ্যমে সমাজ উন্নয়ন কর্মকান্ড, আদিবাসী যুবদের উন্নয় ন্মূলক কর্মকান্ড, যুব সংগঠনের মাধ্যমে প্রকল্পভিত্তিক কমিউনিটি ডেভলপমেন্ট ও স্বনির্ভর কার্যক্রমের জন্য বাংলাদেশী যুব/ যুব সংগঠনকে কমনওয়েলথ ইয়ূথ এ ওয়ার্দ প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানা- পরিচালকে( বাস্তবায়ন) প্রধান কার্যালয়, ঢাকা।
উপ-পরিচালক( জেলা কার্যালয়)।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
জাতীয় যুব পুরস্কার-
যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহন পূর্বক আত্বকর্ম সংস্থানে সফলতা অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং যাদের সমাজের ইতিবাচক পরিবর্তনে ভুমিকা আছে সে সকল যুব/যুব মহিলা প্রকল্প গ্রহন কারীকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। তাছাড়া যুব সংগঠক যারা যুব উন্নয়ন কর্মকান্ডে অনন্য অবদান রাখে তাদের মধ্যথেকে জাতীয় যুব পুরস্কা রপ্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালক
উপ-পরিচালক( জেলা কার্যালয়)।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
তথ্য প্রদান-
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সকল প্রকার সেবা কর্মকান্ডের তথ্য প্রদান করা হয়ে থাকে।
যোগাযোগের ঠিকানাঃ মো: আব্দুল কাদের সহকারী পরিচালক,ভোলা জেলা কার্যালয়
ফোন নং -০৪৯১-৬২৬৩৮E mail aquader.68@gmail.com
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা কার্যালয় ভোলা সকল।
বিভিন্ন অনিয়ম বিষয়ে অভিযোগঃ
সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করা যাবে।
মহাপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর,১০৮ মতিঝিল ,বা/এ ,ঢাকা।
অথবা
উপ-পরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তর কালীনাথ রায়ের বাজার,ভোলা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস